ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কওমি শিক্ষার ধারণা নিতে ভারত ও সৌদি আরবে যাবে কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১২

ঢাকা: কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন ভারত ও সৌদি আরবে যেতে চায়।   ওই দু’দেশের কওমি শিক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা বাংলাদেশের কওমি শিক্ষার উন্নয়নে কাজে লাগাতে চায় কমিশন।

 

ডেইলিএডুকেশনডটনেট-এর এক রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।

রিপোর্টে বলা হয়, সম্প্রতি কমিশনের সদস্য সচিব আল্লামা মুফতি রুহুল আমিনসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল সৌদি আরব ও ভারতের কওমি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে ধারণা নিতে ভারত ও সৌদি আরব যেতে সরকারের কাছে আবেদন করেছেন।  

উল্লেখ্য, কওমি শিক্ষা ব্যবস্থা সংস্কার ও আধুনিক করতে গত ১৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় একটি কমিশন গঠন করেছে। কমিশন শিগগিরই সরকারকে সুপারিশ পেশ করবে।

কিন্তু, কমিশনের সদস্যদের পরস্পরের মতবিরোধের কারণে একটি মিটিংও করতে পারেনি কমিশন। সরকারকে সুপারিশ করার জন্য কমিশনকে বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে যাওয়ায় সময় বৃদ্ধির জন্য কমিশন আবেদন করেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১২
এআই/এআর/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।