ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি পরীক্ষা: সিলেটে পরীক্ষার্থীর ৯১ হাজার ৫শ ৬৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১২

সিলেট: সিলেটে শিক্ষাবোর্ডে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীর সংখ্যা ৯১ হাজার ৫শ ৬৩ জন

গত বছর এর সংখ্যা ছিল ৯৪ হাজার ৩শ ৬৩ জন। প্রতিবছর জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষাার্থীদের সংখ্যা তুলনামূলক বাড়লেও এবার জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

  সিলেট শিক্ষাবোর্ডের ১শ টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান বাংলানিউজকে জানান, এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৯১ হাজার ৫শ ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৪২৫ ছাত্র এবং ৫১ হাজার ১৩৮ জন ছাত্রী। এর মধ্যে নিয়মিত ৮১ হাজার ৮৪৬ এবং অনিয়মিত ৯ হাজার ৭১৭ জন।

এছাড়া সিলেট বোর্ডের অধীনে সিলেট জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জ জেলায় ১৭ হাজার ৪৯৮ জন, মৌলভীবাজার জেলায় ২১ হাজার ৯১৭ এবং সুনামগঞ্জ জেলায় ১৮ হাজার ৬১০ জন।
সিলেট বিভাগে ১শ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে সিলেট জেলায় ৩৭টি, সুনামগঞ্জে ২৩টি, হবিগঞ্জে ২৩টি এবং মৌলভীবাজারে ১৭টি।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় রোববার থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র এবং গণিত ছাড়া সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১২
এসএ/ সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।