পাবনা: পাবনার সুজানগর উপজেলায় জেএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর কাছে নকল সরবরাহ করার অভিযোগে এক শিক্ষককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত নাছির উদ্দিন সুজানগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।
এ ঘটনায় সেলিম মল্লিক নামে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সেলিম দুলাই উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খন্দকার মাহবুবুর রহমান এ আদেশ দেন।
শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ব্রজেন্দ্রনাথ দাস বাংলানিউজকে জানান, জেএসসি পরীক্ষায় মঙ্গলবার ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালে হলে দায়িত্বরত শিক্ষক নাছির উদ্দিন পরীক্ষার্থী সেলিমের কাছে নকল সরবরাহ করেন এমন অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের সাজা ও পরীক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দেন।
পরে সাজাপ্রাপ্ত শিক্ষক নাছির উদ্দিনকে সুজানগর থানা পুলিশের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর