ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১২

ঢাকা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বুধবার কৃষি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ বছর মোট ১৪ হাজার ৫৪৭ জন বৈধ আবেদনকারীর মধ্য থেকে ৮ হাজার ৮৮জন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। এরমধ্যে সাধারণ পরীক্ষার্থী ৭ হাজার ৮৬৪ জন, মুক্তিযোদ্ধা কোটায় ২১২জন ও উপজাতি কোটায় ১২জন পরীক্ষার্থী রয়েছেন। ’

‘চতুর্থ বিষয় ব্যতীত এসএসসি ও এইচএসসি-তে যাদের সর্বমোট জিপিএ ৯ দশমিক ২৬ পয়েন্ট রয়েছে, শুধুমাত্র তাদেরই এ বছর ভর্তি পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে”  বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (www.bau.edu.bd)-এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময় : ১৬০০ ঘন্টা, নভেম্বর ০৭, ২০১২
এস আর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।