ঢাকা: ব্র্যাক বিজনেস স্কুল শুক্রবার উদ্যোক্তা এবং তাদের অভিজ্ঞতা বিষয়ক ‘এন্টারপ্রেনার স্পিকস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিএইচপি গ্রæপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
মিজানুর রহমান আরও বলেন, ‘‘প্রতিটি ছাত্রের মনে অসীম শক্তি রয়েছে। এ শক্তি জাগিয়ে সঠিক পথে পরিচালনার দায়িত্ব শিক্ষকদের। প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য এক একটি লাইট হাউসের মতো কাজ করেন। মানুষ যখন তার সৎ উদ্দেশ্য নিয়ে কোনো বিষয়ে কঠোর পরিশ্রম শুরু করেন, তখন তিনি সফল হন। ’’
আলোচনা অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত, ড. মো. গোলাম সামদানি ফকির, ব্র্যাক বিজনেস স্কুলের পরিচালক মামুন রশিদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি) এবং ছাত্র সংগঠন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফোরাম (ইডিএফ)।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১২
এসএ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর