ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে কবি সম্মেলন, খালেদ হোসাইনের জন্মজয়ন্তী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১২

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে শনিবার উদযাপিত হয়েছে কবি সম্মেলন এবং কবি খালেদ হোসাইনের জন্মজয়ন্তী উৎসব। উৎসবের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকে আগত কবিদের স্বাগত ও শুভেচ্ছা জানান। এসময় তিনি কবি খালেদ হোসাইনকেও জন্মজয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কবির সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি নাসির আহমেদ। স্বাগত ভাষণ দেন রাইটার্স ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি ড. আবুল আজাদ।

রাইটার্স ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন নাট্যজন সালাম সাকলাইন। সম্মেলনে ভারতের নয়াদিল্লি, কলকাতা, আসামের গৌহাটি ও ত্রিপুরার আগরতলা থেকে আসা কয়েকজন কবি অংশ নেন।

এদের মধ্যে রয়েছেন কবি ঈষিতা ভাদুড়ী, প্রদীপ কর, মুজিব স্বদেশী, কবি রাতুল দেববর্মণ ও কবি আকবার হোসেন। বাংলাদেশের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গারো সম্প্রদায়ের কবি গ্রেণার মারাক, থিওফিল নকরেক, অরণ্য চিরান, মতেন্দ্র মানকিন, মিঠুন রাকশান, চাকমা সম্প্রদায়েরর কবি মৃত্তিকা চাকমা, মণিপুরী কবি শুভাশীষ সিনহা, সোহেল হাজং, রবীন্দ্রনাথ সরেন ও প্রভাংশু ত্রিপুরা প্রমুখ সম্মেলনে অংশ নেন।

এছাড়াও অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি হাবিবুল্লাহ সিরাজী, খোন্দকার আশরাফ হোসেন, মুজিবুল হক কবীর, বিমল গুহ, হালিম আজাদ, রহিমা আক্তার কল্পনা, তপন বাগচী, আলম তালুকদার, নিতাই সেন, টোকন ঠাকুর, টোকন মাহমুদসহ অর্ধশতাধিক কবি। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী মীরা মেহেরুন।

অনুষ্ঠানে ভারতীয় কবি ঈষিতা ভাদুড়ী, প্রদীপ কর, মুজিব স্বদেশী, রাতুল দেব বর্মন ও আকবার হোসেনকে ‘কবি সম্মেলন সম্মাননা’ প্রদান করা হয়।

বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য অর্থনীতিবিদ, গবেষক আনু মাহমুদ (ঢাকা), ড. তসিকুল ইসলাম রাজা (রাজশাহী), কবি মাহমুদ কামাল (টাঙ্গাইল), কবি ফখরুল হুদা হেলাল (কুমিল্লা) এবং কবি মিলি চৌধুরীকে (ব্রাহ্মণবাড়িয়া) ‘কবি সম্মেলন সম্মাননা’ প্রদান করা হয়।

এছাড়াও রাইটার্স ফাউন্ডেশন বাংলাদেশ সদ্য প্রয়াত সাবেক সাহিত্য সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিন্টু স্মরণে একটি স্মৃতিপদক প্রবর্তন করে। এবারের সম্মেলনে প্রথম এই পদক পেয়েছেন তরুণ কবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক ছাত্র কবি মাদল হাসান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/আরআর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর [email protected] 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।