ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সঙ্গে শনিবার জার্মানির ইউনিভার্সিটি অব ফ্রেইবার্গের সিনিয়র রিসার্চ ফেলো ড. রেইনার হ্যাম্পেল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ড. হ্যাম্পেল বাংলাদেশের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, সভ্যতা, শিক্ষা, গবেষণা প্রভৃতি বিষয় সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করলে উপাচার্য তাঁকে এসব বিষয় সম্পর্কে অবহিত করেন।
উপাচার্য বলেন, “জার্মানি, বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং উন্নয়ন সহযোগী। আন্তর্জাতিক ক্ষেত্রে দেশ দুটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একসঙ্গে কাজ করছে। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে জার্মানির আরো সহযোগিতা করার সুযোগ রয়েছে। ”
ড. হ্যাম্পেল বলেন, “জার্মানিতে বিদেশী শিক্ষার্থী, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চতর পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। ”
তিনি আরো বলেন, “জার্মান সরকার বিদেশী শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য ইংরেজি ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছে। আশা করা যায়, অদূর ভবিষ্যতে জার্মানির শিক্ষাব্যবস্থায় ইংরেজির ব্যবহার বৃদ্ধি পাবে। ”
আনোয়ার হোসেন এবং ড. হ্যাম্পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন, রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ইলিয়াস মোল্লাসহ রসায়ন বিভাগের অন্যান্য শিক্ষকগণ।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/আরআর