ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের মধ্য থেকে এ বছর ১৮৭ জনকে সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষিকা এবং সহকারী জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফুল ইসলাম ‘বাংলানিউজ’-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক পদে ১২১ জন, সহকারী প্রধান শিক্ষিকা পদে ৪৮ জন এবং সহকারী জেলা শিক্ষা অফিসার পদে ১৮ জন রয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালে ১৮৭ জনকে সহকারী শিক্ষক ও শিক্ষিকা থেকে সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষিকা এবং সহকারী জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। ওই সময় সহকারী প্রধান শিক্ষক পদে ৫২ জন, সহকারী প্রধান শিক্ষিকা পদে ১০৬ জন এবং সহকারী জেলা শিক্ষা অফিসার ২৯ জনকে পদোন্নতি দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময় ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
এমএন/এসআর/এনএস