খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের হামলায় ১৪ ছাত্রদল কর্মী আহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে ছাত্রদল কুয়েট শাখা।
সোমবার দুপুর ১টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান কুয়েট ছাত্রদল শাখার নেতারা।
তিনি বক্তব্যে বলেন, “শুক্রবার গভীর রাতে ফজলুল হক হলের ছাত্রলীগ কর্মী সম্রাট, রন, জিৎ, নয়ন ও হিমেল ডেকে নিয়ে ছাত্রদল কর্মীদের মারধর করেন। এরপরও তারা বর্তমানে ছাত্রদলকে ক্যাম্পাস ছাড়ার হুমকি দিচ্ছেন। ফলে ছাত্রদল কর্মীরা অনেকে ভয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। ”
তিনি আরও বলেন, “ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে একের পর এক বর্বরতা চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের দুর্বলতায় ও পরোক্ষ সাহায্যে শান্ত পরিবেশের এই কুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাড়ে ৩ হাজার নিরীহ শিক্ষার্থী। ”
সংবাদ সম্মেলনে কুয়েট শাখার কর্মীদের ওপর হামলাকারী ও জড়িত সকলের বহিস্কার ও কঠোর শাস্তির দাবিতে ক্যাম্পাসে সকলের নিরাপত্তার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কুয়েট শাখার সভাপতি শফিউল আজম ফাহিম, সহ-সাধারণ সম্পাদক আহমেদ জারজিস হাসান, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রনি, সহ-সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার শিকদার।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের ১৪ কর্মীর ওপর হামলা চালান। এতে ৪ জন ছাত্রদল কর্মী গুরুতর আহত হন।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর