ঢাকা: সদ্য প্রয়াত খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের(ইউডা) কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক সুভাষ দত্তের নামে বৃত্তি চালুর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সুভাষ দত্ত স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এ ঘোষণা দেন।
প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মান চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারীকে এ বৃত্তি দেওয়া হবে।
উপাচার্য বলেন, “সুভাষ দত্তের মতো গুণী একজন মানুষকে তখনই যথাযথ সম্মান জানানো হবে, যখন তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে। ”
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদউল্লাহ মিয়ার সভাপতিত্বে শোকসভায় স্মৃতিচারণ করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফফাত চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার হায়দার ফারুক, আলোকচিত্রী সালমা আহমেদ, প্রভাষক মেহনাজ আহমেদ, সুভাষ দত্তের নাতি বেদান্ত মজুমদার প্রমুখ।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় তার আত্মার শান্তি কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১২
সম্পাদনা: মীর সানজিদা আলম ও আবু হাসান শাহীন নিউজরুম এডিটর