জাবি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জুডো) আয়োজন করেছে টিআইবি-জুডো জাতীয় নারী বিতর্ক উৎসব’।
বৃহস্পতিবার এ বিতর্ক উৎসব শুরু হয়ে চলবে শনিবার ২৪ নভেম্বর পর্যন্ত।
বিতর্ক উৎসবে দেশের বিভিন্ন জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করবেন। বির্তক উৎসবে সংসদীয় বিতর্ক, কার্টুন প্রদর্শনী, বারোয়ারী বিতর্কের পাশাপাশি ‘মহান মুক্তিযুদ্ধে নারী নীপিড়নের বিভৎসতা ও বর্তমান অবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় র্যালির মাধ্যমে উৎসব শুরু হবে। বিতর্ক চলবে শুক্রবার সারাদিন। শনিবার ১০টায় জাবির সমাজবিজ্ঞান অনুষদে সেমিনারে বক্তব্য রাখবেন নৃবিজ্ঞন বিভাগের শিক্ষক নাসরিন খন্দকার।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও সময় টিভির পরিচালক মোরশেদুল ইসলাম।
টিআইব-জুডো নারী বিতর্ক উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক ফারাহ নাজ নাহার ফিবা বাংলানিউজকে এই তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘন্টা, নভেম্বর ২১, ২০১২
ওয়ালিউল্লাহ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর