ঢাবি: মালয়েশিয়ার মালয়া ইউনিভার্সিটির শরীয়াহ ও আইন বিভাগের অধ্যাপক ড. রাইহানা আবদুল্লাহ ও উপ-পরিচালক ড. জুরাইদা আবদুল্লাহ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাত করেছেন।
উপাচার্যের অফিসে অনুষ্ঠিত এ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. তাসলিমা মনসুর।
সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়া ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
উপাচার্য আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম জানার গভীর আগ্রহ প্রকাশের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২১,২০১২
এমএইচ/সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; এনএস