খুলনা: মানসম্মত শিক্ষা অর্জনে জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন করতে হবে। জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক সমাজ নতুন প্রজন্মকে আধুনিক এবং বিজ্ঞানসম্মত শিক্ষাদানের মাধ্যমে এ শিক্ষানীতি বাস্তবায়ন করবেন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে ‘জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক শিক্ষক সমাবেশে এ কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সঙ্গতি রেখে একটি পরিপূর্ণ শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষকদের নতুন বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা খুব শিগগিরই ঘোষণা করা হবে। একই সঙ্গে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন কাঠামোও ঘোষণা করা হবে।
বিশেষ অতিথিরা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো: নোমান উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জাতীয় সংসদের হুইপ ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর এবং যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খান।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উদ্যোগে এ শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। খুলনা বিভাগের ১০ জেলার স্কুল ও কলেজের শিক্ষকরা এতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর