ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১২

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক  ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।



উল্লেখ্য, এ বছর ‘গ’ ইউনিটের অধীনে এক হাজার ৭৫টি আসনের জন্য ৪৭ হাজার ৬২০ জন পরীক্ষার্থী ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ২৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

‘গ’ ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৮টি বিভাগ (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ)।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২৩,২০১২
এমএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/জেডএম,[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।