ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবির ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সবুজ বাংলানিউজকে জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ের ৫৬০টি আসনের বিপরীতে ৬,৬৬০টি আবেদনপত্র জমা পড়েছে।



প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে সি ইউনিটে। এতে ৬০টি আসনের বিপরীতে ১৮৮৩ জন অংশ নেবেন। এতে প্রতিটি আসনের বিপরীতে ৩২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া বি ইউনিটে ৭৫টি আসনের বিপরীতে ১৬৭১ জন অংশ নেবেন। এতে প্রতিটি আসনের বিপরীতে ২৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ইউনিটে ৪২৫টি আসনের বিপরীতে ৩১০৬ জন শিক্ষার্থী অংশ নেবেন। এতে প্রতিটি আসনের বিপরীতে ৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭,  ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।