ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা কলেজের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস পরিবর্তন

সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আসন বিন্যাসে পরিবর্তন হয়েছে। রাজধানীর বেশ কয়েকটি কলেজে ৭ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ৭ ডিসেম্বর ঢাকা কলেজ ছাড়াও আর বেশ কয়েকটি কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্র এ কলেজে থাকায় ঢাকা কলেজের আসন অন্যান্য কলেজে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় এ পরীক্ষা শুরু হবে।

মানবিক বিভাগের ৪০০৮০৩৭, ৪০১১৯০ থেকে ৪০১৪৬০৭ রোলের শিক্ষার্থীদের উপকেন্দ্র ঢাকা সিটি কলেজ এবং ৪০১৪৬০৮-৪০১৫৯০০, ৪০৩২৯৩১, ৪২২৪৬০৮ রোলের শিক্ষার্থীদের উপকেন্দ্র ইউনিভার্সিটি উইমেনস ফেডারেশন কলেজ, ধানমন্ডি।

বিজ্ঞান বিভাগের ৭০০৭০০১- ৭০০৮৩৪৮ রোলের পরীক্ষার্থীদের উপকেন্দ্র নীলক্ষেত উ”চ বিদ্যালয় এবং ৭০০৮৩৪৯-৭০০৮৮৯৫ এই সিরিয়ালের আসনের ভর্তি পরীক্ষা কাঁটাবনের ওয়েস্টার্ন কলেজে অনুষ্ঠিত হবে।

একই বিভাগের ৭০০৮৮৯৬-৭০১১৫০০, ৭০১৮৮৪৩-৭০৮৮৫২৭,৭২৫৯১৪৩ সিরিয়ালের উপকেন্দ্র লালমাটিয়া মহিলা কলেজ। তবে ঢাকা কলেজের অধীনে বাণিজ্য বিভাগের সকল পরীক্ষার্থীদের আসন ঢাকা কলেজেই রাখা হয়েছে। এছাড়া যেসব শিক্ষার্থীদের রোল নাম্বার আসন বিন্যাস উল্লেখ নেই তাদের পরীক্ষা ঢাকা কলেজে অনুষ্ঠিত হবে। অন্যান্য কলেজের আসন বিন্যাস পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১২
এসআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।