ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবতেদায়ীতে দেশ সেরা ২০, শীর্ষে ডেমরার দারন্নাজাত

আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

ঢাকা: ২০১২ সালের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রছাত্রী, জিপিএ-৫, পাশের হার ও অনুপস্থিত ছাত্রছাত্রীদের হারের ভিত্তিতে জাতীয় ভাবে ২০ প্রতিষ্ঠানকে সেরা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ৮টি, চট্টগ্রামে বিভাগে ৮টি, রাজশাহী বিভাগে ২টি এবং সিলেট ও খুলনা বিভাগের রয়েছে ১টি করে প্রতিষ্ঠান।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিভাগের ৮টি মাদরাসা থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

সেরা ২০ এ থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ঢাকা বিভাগের ডেমরার দারন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা, ক্যান্টনমেন্ট তানযীমুল উম্মাহ ক্যাডেট দাখিল মাদরাসা, ডেমরার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা মহিলা শাখা, লালবাগের হাজী আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টংগীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, ডেমরার ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল মাদরাসা ও ডেমরার তা’লীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা।

চট্টগ্রাম বিভাগের নোয়াখালীর জেলার বেগমগঞ্জের মিরওয়ারিশপুর সিনিয়র মাদরাসা, চট্টগ্রামের ডবলমুরিং-এর বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা, বাঁশখালীর পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল মাদরাসা, ফেনী সদরের আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, দাগনভূঞার জামিলা খাতুন মেমোরিয়াল, চট্টগ্রামের পাঁচলাইশের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, ডবলমুরিং এর তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা ও নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইসলামিয়া কারামতিয়া দাখিল মাদরাসা।

রাজশাহী বিভাগের সেরা দুই মাদরাসা হচ্ছে-সদর উপজেলার পাবনা ইসলামিয়া আলিম মাদরাসা ও বগুড়ার শাজাহানপুরের বার আঞ্জুল দারুল আমান বালক দাখিল মাদরাসা।

এছাড়া খুলনা বিভাগের খুলনা সদরের দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা ও  সিলেট বিভাগে সিলেট সদরের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা স্ব-স্ব বিভাগের সেরা প্রতিষ্ঠানের স্থান দখল করেছে।

দেশের সেরা ২০ মাদরাসার মধ্যে ঢাকার ডেমরার দারন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার ১৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ৮৭ জন জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অর্জন করেছে।

এবার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সর্বমোট ২ লাখ ৭৬ হাজার ৩শ’ ৭৩ জন ছাত্রছাত্রী অংশ নেয়। মোট পাশের হার ৯২.৪৫ ভাগ, এর মধ্যে বালক ৯৩.২৮ ও বালিকা ৯১.৭১ ভাগ।

মাদরাসার ধরন অনুযায়ী পাশের হার-উচ্চ মাদরাসা সংযুক্ত মাদরাসা ৯১.৩২ ভাগ ও ইবতেদায়ী মাদরাসা ৯২.৬২ ভাগ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এআই/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet