ভোলা: ২০১২ সালের প্রাথমিক ও ইফতেদায়ী পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৯৭.৮৫% ও ৯৩.৫৩%।
এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী মিলে জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৩৯হাজার ৯’শ ৭০জন।
এদের মধ্যে বালক ১৪হাজার ২’শ ১৫জন ও বালিকা ১৭ হাজার ৫’শ ৯২জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, প্রাথমিকে মোট পাস করেছে ২৭ হাজার ২৯১জন। পাশের হার প্রায় ৯৮%। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৭৮জন।
জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ৫’শ ৫৭জন ও মেয়ে ৫’শ ২১জন।
অন্যদিকে ইফতেদায়ীতে মোট পরীক্ষার্থী ছিল ৮হাজার একশত ৫৩জন। এর মধ্যে বালক ৩হাজার ৩৫জন এবং বালিকা ৫হাজার একশত ১৮জন।
ইফতেদায়ীতে পাস করেছে ৬হাজার ২’শ ৮৪জন। পাশের হার ৯৩.৫৩%। মোট জিপিএ ৫ পেয়েছে ১৬জন। এরমধ্যে ছেলে ৪জন ও মেয়ে ১২জন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর