ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবনায় প্রাথমিক সমাপনীতে জিপিএ ৫ পেয়েছে ৩৮৭৯ জন

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

পাবনা: এবারের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাবনা জেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ৩ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৭৩২ জন ও ছাত্রী ২ হাজার ১৪৭ জন।



এছাড়া, এ গ্রেডে ১০ হাজার ৪৪৩ জন, এ মাইনাস ৬ হাজার ৮৯৯ জন, বি গ্রেডে ৭ হাজার ২২ জন, সি গ্রেডে ১০ হাজার ১৮১ জন ও ডি গ্রেডে ৩ হাজার ৫২৩ জন পাস করেছে।

জেলায় মোট পাসের হার ৯৬.৭৩%। আর অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪২৮ জন। এর মধ্যে ছাত্র ৫৯৬ জন ও ছাত্রী ৮৩২ জন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. একরামুল হক বাংলানিউজকে জানান, এ বছর জেলার নয়টি উপজেলায় মোট ৪৩ হাজার ৩৬৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ৮৩১ জন ও ছাত্রী ২৩ হাজার ৫৩৬ জন।

সদর উপজেলায় ৯৯৯ জন, সুজানগর উপজেলায় ৩৪৬ জন, চাটমোহর উপজেলায় ৩১৯ জন, সাঁথিয়া উপজেলায় ৬৫৬ জন, ঈশ্বরদী উপজেলায় ৭৪০ জন, বেড়া উপজেলায় ২৮৮ জন, ফরিদপুর উপজেলায় ১৫১ জন, আটঘরিয়া উপজেলায় ২০৩ জন ও ভাঙ্গুড়া উপজেলায় ১৭৭ জন জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।