যশোর: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফলে যশোর বোর্ডের সেরা-২০ এ যশোর জেলার ৬টি স্কুল স্থান পেয়েছে।
এর মধ্যে যশোর পুলিশ লাইন স্কুল ৫ম স্থান অধিকার করে জেলার শীর্ষে রয়েছে।
বোর্ডের সেরা-২০ এ যশোর জেলার ৬টি, খুলনার ৬টি, ঝিনাইদহের ৩টি, কুষ্টিয়ার ২টি ও সাতক্ষীরা, মাগুরা এবং চুয়াডাঙ্গার ১টি করে প্রতিষ্ঠান স্থান পেয়েছে।
সম্মিলিত ফলাফলে বোর্ডের সেরা-২০ প্রথম স্থান অধিকার করেছে, ঝিনাইদহ ক্যাডেট কলেজ। দ্বিতীয় খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল, তৃতীয় স্থানে খুলনা জিলা স্কুল, চতুর্থ স্থানে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পঞ্চম স্থানে যশোরের পুলিশ লাইন স্কুল, ষষ্ঠ স্থানে যশোর দাউদ পাবলিক স্কুল, সপ্তম স্থানে কুষ্টিয়া জিলা স্কুল, অষ্টম স্থানে যশোর ঝিকরগাছা শেখ আকিজ উদ্দীন স্কুল, নবম স্থানে যশোর জিলা স্কুল, দশম স্থানে যশোর সরকারি বালিকা বিদ্যালয়,
একাদশ স্থানে যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, দ্বাদশ স্থানে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়, ১৩তম স্থানে ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়, ১৪তম স্থানে খুলনার সরকারি ল্যাবরেটরি স্কুল, ১৫তম স্থানে চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়, ১৬তম স্থানে মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়, ১৭তম স্থানে ঝিনাইদহ সরকারি বিদ্যালয়, ১৮তম স্থানে খুলনা পাবলিক কলেজ, ১৯তম স্থানে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় ও ২০তম স্থানে রয়েছে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭ ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর