ঢাকা: বরিশাল বিভাগে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শীর্ষে রয়েছে বরিশাল সদরের এলআর ক্যাডেট মাদ্রাসা। এ প্রতিষ্ঠানটির পাসের হার শতভাগ।
ইবতেদায়ীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৫ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এ বিভাগের সেরা তালিকায় স্থান পাওয়া অন্য ৯টি মাদ্রাসা হলো- ঝালকাঠি সদরের ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, ভোলার চরফ্যাশন উপজেলার পূর্ব চর তোফাজ্জল এ ছালাম মাদ্রাসা, বরিশাল সদরের লেচুশাহ অবৈতনিক দাখিল মাদ্রাসা, ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ভোলার চরফ্যাশন উপজেলার মাঝের চর ফাজিল মাদ্রাসা, দুলারহাট মহিলা দাখিল মাদ্রাসা, বরিশালের বানারীপাড়া উপজেলার এম এ লতিফ বহুমুখী আলিম মাদ্রাসা, ভোলার চরফ্যাশনের চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং ঝালকাঠি সদরের নেছারাবাদ জিনাতুনন্নেছা মহিলা আলিম মাদ্রাসা।
এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এমএইচপি/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]