ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সমাপনী

ইংরেজি মাধ্যমে পাসের হার ৯৯ দশমিক ৪১ ভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

ঢাকা: প্রাথমিক  সমাপনীতে ইংরেজি মাধ্যমে পাসের হার ৯৯ দশমিক ৪১ শতাংশ। যা বাংলা মাধ্যমের থেকে প্রায় ২ শতাংশ বেশি।

ইংরেজি মাধ্যম থেকে ৪ হাজার ৫৩৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪ হাজার ৫১১ জন। অর্থাৎ ১৭ জন শিক্ষার্থী পাস করতে পারেনি।  

বৃহস্পতিবার প্রকাশিত ফল থেকে ইংরেজি মাধ্যমে সাফল্যের এমন চিত্র পাওয়া যায়।

ফল পর্যালোচনা করে দেখা যায়, ইংরেজি মাধ্যমে বালকদের পাসের হার ৯৯ দশমিক ৩৪ ভাগ। আর বালিকাদের পাসের হার ৫১ ভাগ।

সাতটি বোর্ডের পরীক্ষায় ইংরেজি মাধ্যম থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৩৫ জন। এর মধ্যে বালক ১ হাজার ৩২৪ জন। আর বালিকা এক হাজার ১১ জন। জিপিএ-৫ এর নিচে তবে ৪ এর বেশি পেয়েছে ৯৯৭ জন বালক। আর বালিকার সংখ্যা ৫৫৭ জন।

জানা যায়, ইংরেজি মাধ্যমে জিপিএ-৩.৫ থেকে চার এর নিচে বালকের সংখ্যা ১৯৩ জন। আর বালিকার সংখ্যা ১৩৮ জন।

সূত্র মতে, ৩ থেকে সাড়ে ৩ জিপিএ নিয়ে পাস করেছে ৮৯ জন বালক। আর বালিকার সংখ্যা ৪৫ জন।

১৩৯ জন শিক্ষার্থী জিপিএ-২ থেকে তিন এর নিচে পেয়েছে। জিপিএ-১ থেকে দুই এর মধ্যে রয়েছে ১৮ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১২।
এসএআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।