ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ও কিময়াং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৩

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ার কিময়াং বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত একটি যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং কোরিয়ার কিময়াং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক সিন ইলহি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।



সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ জানুয়ারি শুক্রবার কোরিয়ার কিময়াং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক চুক্তি স্বাক্ষরের জন্য কিময়াং বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ৩ জানুয়ারি কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি রোববার দেশে প্রত্যাবর্তন করেন।

সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিময়াং বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র-শিক্ষক বিনিময়, প্রকাশনা ও তথ্য বিনিময়সহ শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা সংক্রান্ত যৌথ কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া, চুক্তি অনুযায়ী উভয় বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও কর্মশালা এবং স্বল্প মেয়াদী একাডেমিক প্রোগ্রামেরও আয়োজন করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ চুক্তি স্বাক্ষরের জন্য কিময়াং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘন্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এমএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।