ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রশ্রয় পেলে আরও বেশি অপরাধ করবে- জাবি মানববন্ধনে বক্তারা

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৩
প্রশ্রয় পেলে আরও বেশি অপরাধ করবে- জাবি মানববন্ধনে বক্তারা

জাবি: সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টায় অমর একুশ-এর পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



মানববন্ধন পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “অপরাধীদের রক্ষা করার প্রবণতা ক্ষমতাশীনদের মধ্যে লক্ষ করা যাচ্ছে। অপরাধীরা প্রশয় পেলে তারা আরও বেশি অপরাধ কর্ম করবে। ফলে, আরও বেশি অপরাধকর্ম সংঘটিত হবে। ”

তিনি বলেন, “দেশের প্রচলিত আইনের মাধ্যমে নিপীড়নের শিকার নারীর ওপর আরও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। এজন্য ধর্ষণ রোধে জনমত তৈরি করতে হবে। নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়ানোই হবে আমাদের কাজ। ”

নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আইনুন নাহার বলেন, “আমাদের এমন আইন তৈরি করতে হবে, যাতে নারী ও পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠিত হয়। ”

তিনি বলেন, “পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষরা ক্ষমতার অপব্যবহার করছে। ”

সমাবেশে ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক এটিএম আতিকুর রহমান বলেন, “পুরুষের অধিপত্যেরই কারণেই সমাজে এ ধরনের জঘন্য ঘটনা ঘটে থাকে। এর জন্য সরকারকে কঠিন আইন করতে হবে। ”

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোহেল আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার আহ্বায়ক মৈত্রী বর্মন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি জাহিদুল ইসলাম জিন্নাহ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদ, শিক্ষার্থী আতিয়া ফেরদৌসী চৈতী, মং থয়াই মারমা প্রমুখ।

মানববন্ধন থেকে সম্প্রতি সাভার, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও দেশের বিভিন্ন জায়গায় শিশু ও নারী ধর্ষণের ঘটনা প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধন ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন একাত্মতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘন্টা, জানুয়ারি ০৭, ২০১২
ওয়াল্লিউল্লাহ/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।