ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিবে রাসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৩

রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকার বিভিন্ন মাদ্রাসা থেকে ২০১২ সালে ইবতেদায়ী সমাপনী ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে।

রাসিক কর্তৃপক্ষ বরাবরের মতো এবারও সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে।



এজন্য সংশ্লিষ্টদের নামের তালিকা নগর ভবনের ১০৫ নং কক্ষে জনসংযোগ শাখায় পাঠাতে রাজশাহী মহানগর এলাকার মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

প্রয়োজনে ০৭২১-৮১১৯০১ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে। মঙ্গলবার রাসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ আমিরুল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।  

প্রসঙ্গত, এর আগে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় মহানগর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করে রাসিক।

বাংলাদেশ সময় : ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩
এসএস/সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।