ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির উচ্চমান সহকারী পদে নিয়োগের সাক্ষাতকার স্থগিত

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গলবার অনুষ্ঠিতব্য উচ্চমান সহকারী পদে নিয়োগের সাক্ষাতকার স্থগিত করা হয়েছে।

স্থগিতকৃত এ সাক্ষাতকার আগামী ১৮ জানুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টায় ও বিকাল ৩.০০টায় উপ-উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হবে।



মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর চিত্ররঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত এ সাক্ষাতকার  স্থগিত করা হয়েছে ।

উল্লেখ্য, জামায়াতের কেন্দ্রীয় সহকারী জেনারেল অধ্যাপক মুজিবুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে দলটির ডাকা রাজশাহী বিভাগের ৮ জেলায় মঙ্গলবার ভোর ৬টা থেকে অর্ধদিবস হরতাল চলছে। এ হরতালের কারণে বিশ্ববিদ্যালয় থেকে কোনো পরিবহন ছেড়ে যায়নি,  কোনো বিভাগে ক্লাসও হচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।