ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘ঘ’ ইউনিটে ৩৫০ আসনে ভর্তির সুযোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
ঢাবি ‘ঘ’ ইউনিটে ৩৫০ আসনে ভর্তির সুযোগ

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে (বিভাগ পরিবর্তন) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু উত্তীর্ণদের মেধানুযায়ী (ভর্তি-নির্দেশিকায় উল্লেখিত শর্তানুযায়ী) আরও ৩৫০ জনকে বিভিন্ন বিভাগে ভর্তি করা হবে।

রোববার সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব শূন্য আসনের মধ্যে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের (ভর্তি পরীক্ষায়) মধ্য থেকে ২৬৬ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে (ভর্তি পরীক্ষায়) ৮৪ জনকে ভর্তির সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞান শাখা ও ব্যবসায় শিক্ষা শাখার সাক্ষাৎকার যথাক্রমে ২৮ ও ২৯ জানুয়ারি স্ব স্ব অনুষদে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় সাক্ষাৎকার শুরু হবে।

বিজ্ঞান শাখায় ২৬৬ শূন্য আসনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানে ২৭টি, আন্তর্জাতিক সম্পর্কে ৪টি, সমাজবিজ্ঞানে ২৩টি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ২টি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে ৬টি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে ৪টি, পপুলেশন সায়েন্সে ৮টি, বাংলায় ৫টি, ইংরেজিতে ৪টি, আরবিতে ৭টি, ফারসি ভাষা ও সাহিত্যে ১০টি, উর্দুতে ১৫টি, সংস্কৃতিতে ৯টি, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজে ১৩টি, ইতিহাসে ১টি, দশর্নে ৭টি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় ৭টি, ভাষাবিজ্ঞানে ৪টি, বিশ্বধর্ম ও সংস্কৃতে ১৯টি, আইন বিভাগে ৩৯টি ও ব্যাচেলর অব এডুকেশনে ৫২টিতে ভর্তি করা হবে।

ব্যবসায় শিক্ষা শাখায় ৮৪ শূন্য আসনে উত্তীর্ণদের মেধাক্রম ৪৫০ থেকে ৭০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

এতে রাষ্ট্রবিজ্ঞানে ৬টি, সমাজবিজ্ঞানে ১টি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে ২টি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে ১টি, ইংরেজিতে ২টি, ফারসি ভাষা ও সাহিত্যে ৮টি, উর্দুতে ৮টি, সংস্কৃত ৪টি, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজে ১৩টি, ইতিহাসে ১টি, ভাষাবিজ্ঞানে ৪টি, বিশ্বধর্ম ও সংস্কৃতিতে ৩টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ৩টি, মনোবিজ্ঞানে ৬টি, আইন বিভাগে ১৮টি ও ব্যাচেলর অব এডুকেশনে ৮টি আসনে ভর্তি করা হবে।

সাক্ষাৎকারের সময় মূল প্রবেশপত্র, ২ কপি সত্যায়িত ছবি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, যারা এ সাক্ষাৎকারে ভর্তি হবেন তাদের কোনক্রমেই বিষয় পরিবর্তনের সুযোগ দেওয়া হবে  না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
এমএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।