ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আরডিএ’র নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩

রাজশাহী: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। শনিবার রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।



নিয়োগ পরীক্ষায় চারটি পদে ৬ জনকে নিয়োগের বিপরীতে ২শ’ পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ৬ জনকে পরীক্ষার আগে প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে বলে পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন।

তবে অভিযোগকারীদের কেউ নাম প্রকাশে রাজি হননি।

এ ঘটনায় নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।   প্রশ্নপত্র পাওয়াদের মধ্যে কেউ কেউ প্রতিষ্ঠান কর্মকর্তাদের আত্মীয় বলেও অভিযোগ করেন পরীক্ষার্থীরা।

তবে সব অভিযোগ অস্বীকার করে আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের আহ্বায়ক নাজিবুল ইসলাম বলেন, যারা এই অভিযোগ করছেন, তারা না জেনেই করেছেন।

নিজের আত্মীয়-স্বজনকে নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো নিয়োগ কার্যক্রম শেষ হয়নি। কাজেই সে বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।

প্রসঙ্গত, আরডিএ’র সাঁটলিপিকার পদে একজন, গাড়িচালক পদে একজন, নিম্নমান সহকারী এবং এমএলএস পদে দুইজন করে কর্মচারী নিয়োগের জন্য গত ৯ মে বিজ্ঞপ্তি আহ্বান করা হয়। এসব পদের বিপরীতে আড়াইশ’ আবেদন জমা পড়লেও শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় ২শ’ পরীক্ষার্থী অংশ নেন ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাক্টিং আউটপুট এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।