ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ ভালোস্থানে পৌঁছাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
বাংলাদেশ ভালোস্থানে পৌঁছাবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে বাংলাদেশ একদিন ভালো স্থানে পৌঁছাতে পারবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইউএ) রাষ্ট্রদূত উইলিয়ম হানা।

শনিবার গুলশান-২ এর একটি হোটেলে ২৮ জন শিক্ষানবিশের মধ্যে সার্টিফিকেট প্রদানের সময় তিনি এ মন্তব্য করেন।



উইলিয়ম হানা বলেন, যেকোনো উন্নয়নশীল দেশের মূল লক্ষ্য হলো দরিদ্রতা দূরীকরণ। বাংলাদেশের দক্ষ শ্রমিকরা ভালো পণ্য উৎপাদন করে তা প্রতিযোগিতামূলক স্থানে নিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করে দেশের দারিদ্র্য দূর করতে পারে।

তিনি বলেন, বংলাদেশ সরকারের প্রজেক্ট (টিভিইটি) টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড রিফরম প্রজেক্ট ইউরোপীয় ইউনিয়নের ‍অর্থায়নে বাস্তবায়ন করছে (আইএলও) ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ব্র্যাক ও ইউনিসেফ। এটি পাবলিক-প্রাইভেট যৌথ উদ্যোগের কাজের একটি ‍বড় উদাহরণ।

ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (লেদার সেক্টর) চেয়ারম্যান সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, আমরা যখন এটা শুরু করেছিলাম তখন শিক্ষানবিশের সংখ্যা ছিলো হাতে গোনা কয়েকজন। এখন অনেকেই এই শিক্ষার দিকে অগ্রসর হচ্ছে।

তিনি আরও বলেন, বিবিএ, এমবিএসহ এ ধরনের হাই প্রফেশনের দিকে না গিয়ে আমরা যদি এ ধরনের শিক্ষায় প্রশিক্ষণ গ্রহণ করি তাহলে আমাদের ভবিষ্যত বদলে যাবে।

আইএলও বাংলাদেশের প্রতিনিধি শ্রীনিবাস রেড্ডি বলেন, ভোকেশনাল ও কারিগরি ট্রেনিংয়ের মধ্যমে দরিদ্র জনগোষ্ঠী কর্মসংস্থানের সৃষ্টি করতে পাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: অনিক তরফদার, নিউজরুম এডিটর, সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।