ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ‘৭১ এর দ্রোহ: কার্টুনে মুক্তিযুদ্ধ’ প্রদর্শনী চলছে

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
জাবিতে ‘৭১ এর দ্রোহ: কার্টুনে মুক্তিযুদ্ধ’ প্রদর্শনী চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: মহান মুক্তিযুদ্ধের কার্টুনিস্টদের প্রতি কৃতজ্ঞতা জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় চারুকলা বিভাগের আয়োজনে ‘৭১ এর দ্রোহ: কার্টুনে মুক্তিযুদ্ধ’ শীর্ষক মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কার্টুনের অনুলিপি প্রদর্শিত হচ্ছে।

বুধবার বিকেল ৪টায় জহির রায়হান মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ, বিশিষ্ট কার্টুনিস্ট ও ‘উন্মাদ’ পত্রিকার সম্পাদক আহসান হাবীব, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

আহসান হাবীব বলেন, কার্টুনিস্টরা যে শুধু শখের বশে কার্টুন আঁকেন তা নয়, বরং এটা এখন একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত।

অধ্যাপক এম এ মতিন বলেন, একটি ছবি যেমন হাজার কথা বলে, তেমনিভাবে কার্টুনও সমান ভূমিকা রাখতে পারে। মুক্তিযুদ্ধের সময় এই কার্টুনগুলো জোরালো ভূমিকা রেখেছিল।

দু’দিনব্যাপী এ প্রদর্শনী চলবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চারুকলা বিভাগের পাশাপাশি ইনফিউশন, কালচারাল ক্লাব অব আইবিএ-জেইউ’র (Infusion, Cultural Club of IBA-JU) সহযোগিতায় এ প্রদর্শনীর তত্ত্বাবধায়নে রয়েছেন শিল্পী এম এম ময়েজউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী ও কার্টুনিস্ট তন্ময় শুভ্র।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।