ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পঞ্চম দফায় পেছালো রাবির ভর্তি পরীক্ষা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
পঞ্চম দফায় পেছালো রাবির ভর্তি পরীক্ষা

রাবি: বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে পঞ্চম বারের মতো পেছালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরিক্ষা। ভর্তি পরিক্ষার নতুন তারিখ ২০১৪ সালের ১০ থেকে ১৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।



সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যপক ইলিয়াছ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত পূর্ব নির্ধারিত ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখের পরিবর্তে ১০, ১১, ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২০১৪ তারিখে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিস্তরিত সময়সূচিসহ অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ru.ac.bd পাওয়া যাবে।

উল্লেখ্য, ১০ থেকে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বার বার অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা পেছানো হয়। শেষ পর্যন্ত ২৮ থেকে ৩১ ডিসেম্বর ভর্তি পরিক্ষার তারিখ ঘোষণা করে। কিন্তু এ তারিখেও অনিবার্য কারণ দেখিয়ে ২০১৪ সালের ১০ থেকে ১৪ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করে।

উল্লেখ্য, এবছর ৮টি অনুষদের ৪৭টি বিভাগের মোট ৩ হাজার ৬০১টি আসনের বিপরীতে ১ লাখ ৬৮ হাজার ২২৪ জন ছাত্র ছাত্রী আবেদন করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।