ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে জুবায়ের হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
জাবিতে জুবায়ের হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ‘আমরা জুবায়েরের বন্ধুরা’ ব্যানারে শহীদ মিনার পাদদেশে অর্ধশতাধিক শিক্ষার্থী এক সংবাদ সম্মেলনে দু’দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।



কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার পরিবহন চত্বরে আলোকচিত্র প্রদর্শনী ও সন্ধ্যায় একই স্থানে তথ্যচিত্র প্রদর্শনী, শনিবার অমর একুশে পাদদেশে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল-সমাবেশ এবং স্মারকলিপি প্রদান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুবায়েরের বন্ধু ফিয়াজ শরিফ তমাল।

তিনি বলেন, বিশ্বজিৎ হত্যা মামলার রায় হলেও জুবায়ের হত্যা মামলার এখনও কোনো কার্যক্রম শুরু হয়নি। বরং খুনিরা বিশ্ববিদ্যালয়ে অবাধ বিচরণ করছেন। যা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ পরিপন্থি।

সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে খুনিদের দ্রুত বিচার এবং ক্যাম্পাসে তাদের প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি।

‘আমরা জুবায়েরের বন্ধুরা’ ব্যানারে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখা, বাংলা ফোরাম, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি, গীত নাটকসহ সাধারণ শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: তমাল ‍আবদুল কাইয়ূম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।