ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে নতুন ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
বাকৃবিতে নতুন ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের আবাসন সংকট দূর করতে নতুন একটি ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।


এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা, প্রক্টর অধ্যাপক ড. শহিদুর রহমান খানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখা সূত্রে জানা যায়, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য পাঁচতলা বিশিষ্ট এ হলের নির্মাণ কাজ ২০১৫ সালের জুনের মধ্যে শেষ হবে। হলের নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের ৬শ’ শিক্ষার্থী আবাসন সুবিধা পাবে।

বাকৃবির মোট শিক্ষার্থীর প্রায় ৪৬ ভাগ ছাত্রীর জন্য মাত্র তিনটি হল রয়েছে। যা চাহিদার তুলনায় অপ্রতুল।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম রনি/প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।