ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৮.৯১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৮.৯১

দিনাজপুর: ২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৯১ শতাংশ। ১ লাখ ৭৪ হাজার ৮৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৫ হাজার ৪৭৩ জন পাস করেছে।


 
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এ শিক্ষা বোর্ডের অধীনে ১৫ হাজার ৮৩৬ জন পরাক্ষার্থীর জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৭ হাজার ৮৫৩ জন ছাত্র ও ৭ হাজার ৯৮৩ জন ছাত্রী।
 
এ শিক্ষা বোর্ডের ৮টি জেলার মোট ৩ হাজার ২০টি বিদ্যালয় ২২৯টি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফলের দিক থেকে প্রথম স্থানে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থানে রয়েছে দিনাজপুর আমেনাবাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল, তৃতীয় স্থানে রয়েছে ঠাকুরগাঁও গভ. বয়েজ হাই স্কুল, চতুর্থ স্থানে রয়েছে দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং পঞ্চম স্থানে রয়েছে দিনাজপুর জিলা স্কুল।
 
দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। গত বছরে এ শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮৪.৮৮ শতাংশ ও মোট জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজর ৫৩৪ জন।

পাসের হারে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮৯.১৬ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৮.৬৮ শতাংশ।
 
শতভাগ পাসকরা প্রতিষ্ঠানের সংখ্যা ৫০৫টি এবং ১৬টি প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৫৮ জনকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।