ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে পাসের হার ৯৬.৬০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
বরিশাল বোর্ডে পাসের হার ৯৬.৬০

বরিশাল: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী।



রোববার বেলা ১১টার দিকে এ পরিসংখ্যান জানান বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর।

তিনি জানান, এ বছর মোট ৮৫ হাজার ৬৭৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮২ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। এদের মধ্যে মেয়ে ৪২ হাজার ৭১০ জন ও ছেলে ৪০ হাজার ৫২ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়ে ৬ হাজার ৩৫৬ জন  ও ছেলে ৪ হাজার ৪০৭ জন।

তিনি আরও জানান, বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় বরিশাল ক্যাডেট কলেজ, তৃতীয় বরিশাল জিলা স্কুল, চতুর্থ ভোলার লালমোহন হামিম একাডেমি ও পঞ্চম পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: আয়শা আক্তার তৃষ্ণা ও সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।