ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে চতুর্থ ফেনী গালর্স ক্যাডেট কলেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
কুমিল্লা বোর্ডে চতুর্থ ফেনী গালর্স ক্যাডেট কলেজ

ফেনী: কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় ফেনী গালর্স ক্যাডেট কলেজ চতুর্থ স্থান দখল করেছে।

এবছর এ কলেজ থেকে ৫২ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।



এ বিষয়ে ফেনী গালর্স ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান বাংলানিউজকে বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টা, উৎসাহ ও অনুপ্রেরণা এ ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।

এদিকে, ফেনী থেকে বোর্ডের মেধা তালিকায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবস্থান সপ্তম। এ বিদ্যালয় থেকে ২৫৭ জন পরীক্ষা দিয়ে ২০৮ জন জিপিএ-৫ পেয়েছে এবং সবাই পাস করেছে।  

এছাড়া ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ১৯৭ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে এবং ১৫৬ জন জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।