ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেহেরপুরে পিএসসিতে পাসের হার ৯৭.০৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
মেহেরপুরে পিএসসিতে পাসের হার ৯৭.০৭

মেহেরপুর: মেহেরপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় পাসের হার ৯৭.০৭ শতাংশ।

জেলায় মোট ১১ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৩৮ জন পাস করেছে।

এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৮৯ জন ছাত্র এবং ৪১৪ জন ছাত্রী।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, মেহেরপুর সদর উপজেলায় মোট ৩ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৫৫৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮০ জন।

গাংনী উপজেলায় মোট ৫ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৯৮ জন পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৮০ জন।

ইবতেদায়ী শাখায় ২৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ২৩৪ জন পরীক্ষার্থী।

মুজিবনগর উপজেলায় ৪১টি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ৬৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক হাজার ৩৪১ জন।

অন্যদিকে, ইবতেদায়ী ৪টি প্রতিষ্ঠানে ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮ জন পাস করেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান বাংলানিউজকে জানান, এবার প্রকাশিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। তাছাড়া গতবারের তুলনায় এবার পাসের হারও বেশি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।