ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আখাউড়ায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
আখাউড়ায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই উত্সব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় এ উৎসব অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ বোরহান উদ্দিন আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খুরশিদ শাহরিয়ারের সভাপতিত্বে বই উত্সবে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভীন স্মৃতি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল প্রমুখ।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আহম্মেদ বাংলানিউজকে জানান, ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এক লাখ ৩০ হাজার ২৯০টি বই বিতরণ করা হয়েছে। তার মধ্যে প্রথম শ্রেণীতে ছয় হাজার ৮২০টি, দ্বিতীয় শ্রেণীতে পাঁচ হাজার ৭৪০টি, তৃতীয় শ্রেণীতে পাঁচ হাজার ৪শ’ ও পঞ্চম শ্রেণীতে চার হাজার ৪২০টি।

অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানিয়েছেন, উপেজলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক লাখ ৮৪ হাজার ৩৫৯টি বই বিতরণ করা হয়েছে।

এর মধ্যে ৬ষ্ঠ শ্রেণীতে ৬৬ হাজর ৫শ’টি, সপ্তম শ্রেণীতে ৪৮ হাজার ৩৪৮টি, অষ্টম শ্রেণীতে ৩৬ হাজার ২৩টি ও নবম শ্রেণীতে ৩৪ হাজার ৪৮৮টি।

এছাড়া উপজেলার ৬টি মাদ্রাসায় ৩৯ হাজার ৩১০টি বই বিতরণ করা হয়েছে।

এদিকে, বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে উত্সবের আমেজ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।