ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় সরকারি বই পাচারকালে প্রধান শিক্ষক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
বগুড়ায় সরকারি বই পাচারকালে প্রধান শিক্ষক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় মাধ্যমিক শ্রেণীর সরকারি বই পাচারের সময় মোখলেছুর রহমান নামে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার আড়াইটার দিকে সদর উপজেলার শেখের কোলা এলাকায় এ ঘটনা ঘটে।



আটক ব্যক্তি জেলার সদর উপজেলার শেখের কোলা দক্ষিণ ভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।  

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে বাংলানিউজকে বলেন, সরকারি বই বিতরণের নামে অন্যত্র পাচারের সময় তাকে বিদ্যালয়ের অদূর থেকে আটক করা হয়েছে।

বর্তমানে শিক্ষককে থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।    

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, তিনি ঘটনার কথা জেনেছেন। একসঙ্গে এতগুলো বই অন্যত্র নিয়ে যাওয়ার বিষয়টি প্রাথমিকভাবে অপরাধ বলেই মনে হয়েছে। তবে পুলিশ প্রাথমিক তদন্ত করে যে অভিযোগ আনবে তার ওপর নির্ভর করে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: অনিক তরফদার ও আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।