ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাইদুল ইসলামকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সাইদুল ইসলামকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি:বাংলানিউজ (ফাইল ফটো)

ঢাকা: ভোট বিরোধীদের পেট্রোল বোমায় দগ্ধ প্রভাষক সাইদুল ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে যান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার দুপুরে গাইবান্দার গোবিন্দগঞ্জ মহিলা কলেজের রসায়ন বিভাগের এই শিক্ষককে দেখতে যান শিক্ষামন্ত্রী।



গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন প্রিজাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম ভোটগ্রহণ শেষে ভোটের সরঞ্জামাদি নিয়ে ফেরার সময় ভোটবিরোধীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয়। সাইদুর গোবিন্দগঞ্জের একটি ভোটকেন্দ্র প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

শিক্ষামন্ত্রী বার্ন ইউনিটে পেট্রোল বোমায় দগ্ধ বেশ কয়েকজনকে দেখেন। তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন  এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

পরে শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরসহ বিএনপি জোট নির্বাচন ঠেকানোর নামে পেট্রোল বোমা মেরে মানুষ, যানবাহন, সম্পদ, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা ৭১-এর কায়দায় ধর্মীয় সংখ্যালঘুদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, সহায়-সম্পদ লুট করছে, নারীদের সম্ভ্রমহানি করছে।

শিক্ষামন্ত্রী পাক-হানাদারদের দোষর এসব অসভ্য বর্বর নরঘাতকদের চিহ্নিত করে সম্মিলিতভাবে প্রতিহতের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।