ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
জাবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা।

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ব্যানারে রোববার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গীতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন করেন তারা।



পরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন ঐক্য ফোরামের সমন্বয়ক অধ্যাপক হানিফ আলী ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ৪টি অণুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে একই স্থান থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের করেন তারা। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে শিক্ষকরা উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে দ্রুত অপসারণ দাবি করে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সচল করার জন্য সরকারের নিকট আহবান জানান।

র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন- ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ কামরুল আহসান, কলা ও মানবিক অণুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক আবুল কাশেম মজুমদার প্রমুখ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাইরে পৃথকভাবে তারা এই কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।