ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে কৃষি সমস্যা বিষয়ক সেমিনার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
বাকৃবিতে কৃষি সমস্যা বিষয়ক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: কৃষি গবেষণার ক্ষেত্রে কৃষকের সমস্যা ও চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে গবেষণার ফলাফল কৃষকের দোড়গোঁড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ইমপ্রুভমেন্ট অফ রিসার্চ ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বাকৃবি শিক্ষক সমিতি এ সেমিনারের আয়োজন করে।



শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফজলুল আউয়াল মোল্লাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস)  পরিচালক অধ্যাপক ড. লুৎফুল হাসান।

অন্যান্যের মধ্যে শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. আলিমুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাম্মাদুর রহমানসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেমিনারের মুক্ত আলোচনা সেশনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা। এতে চলমান গবেষণা পদ্ধতির সাফল্য, সীমাবদ্ধতা ও গবেষণা সম্প্রসারণের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: মনিরুজ্জামান, নিউজরুম এডিট/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।