ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল সংশোধনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জন্য বাস্তবায়নাধীন বেতনস্কেল সংশোধনের দাবি জানিয়েছে শিক্ষকরা।

শুক্রবার বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।



সংবাদ সম্মেলনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অভিযোগ করেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই বেতন স্কেল বাস্তবায়িত হলে শিক্ষকরা বিরাট বৈষম্যের শিকার হবেন। বাস্তবায়নাধীন স্কেলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে শ্রেণীগত বৈষম্য (২য় ও ৩য় শ্রেণী) তৈরি হবে। প্রধান শিক্ষকদের তুলনায় সহকারী শিক্ষকদের বেতনস্কেল তিন ধাপ নিচে নেমে যাবে।

তারা বলেন, এর ফলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা একই যোগ্যতায় প্রবেশ করেও বিরাট বৈষম্যের শিকার হবেন। আর সহকারী শিক্ষকরাই একমাত্র সরকারি কর্মচারী যারা সারা জীবন একই পদে যোগদান করে পদোন্নতি না পেয়ে অবসরে যান।    

সংবাদ সম্মেলন থেকে সহকারী শিক্ষকরা দুই দফা দাবি জানান।

দাবিগুলো হচ্ছে, প্রধান শিক্ষকদের একধাপ নিচে রেখে সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রণয়ন এবং সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক থেকে শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ।

দুই দফা দাবি বাস্তবায়নে আগামী ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় দেশের সকল জেলায় একযোগে সহকারী শিক্ষকদের মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমাদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন- বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক উজ্জ্বল কুমার রায়। এছাড়া সংগঠনের সদস্য সচিব শাহিন আলামীন, খুলনা বিভাগের সভাপতি তপন কুমার মণ্ডল, নড়াইল জেলার সভাপতি চঞ্চল শেখসহ বিভিন্ন জেলার সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।