ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা ও ইংরেজি ভাষা বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা ও ইংরেজি ভাষা বিষয়ক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) উচ্চশিক্ষার আঞ্চলিক প্রেক্ষাপট ও শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষার গুরুত্বের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর ধানমন্ডির এসইউবির মূল ক্যাম্পাসের সেমিনার কক্ষে ‘উচ্চশিক্ষা: আঞ্চলিক প্রেক্ষাপট ও ইংরেজি ভাষায় দক্ষতা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।



এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী। ট্রান্সফরমিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস ইন হাইয়ার এডুকেশন শীর্ষক বিষয়ে আলোচনা করেন এসইউবির ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক এ এম এম হামিদুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বর্ষসেরা শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-প্রেসিডেন্ট ডা. এম মাহবুবুর রহমান, ট্রেজারার মেজর (অব.) ডা. এম শাহজাহান, রেজিস্ট্রার অধ্যাপক এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলাহ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসইউবি’র পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।