ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারিতে

স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারিতে

ঢাকা: প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হওয়া ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা  বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

  তিনি বলেন, পরীক্ষা শেষে আগামী মার্চ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করে নিয়োগ চূড়ান্ত করা হবে।

তবে মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন সোমবার সাংবাদিকদের বলেন, খুব শিগগিরই ওইসব জেলায় পরীক্ষা নেওয়া হবে।

গত ৮ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে সরকারি শিক্ষক নিয়োগের জন্য নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার আগের রাতে দেশের বিভিন্ন জেলায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। বিভিন্ন জেলায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে গত ১২ নভেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়।

কমিটির তদন্তে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট ও নারয়ণগঞ্জ জেলায় ‘হুয়াংহু’ সেটের প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মেলে।

এছাড়াও সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ‘মেসিসিপি’ সেটের প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হয়।

পরে ওই ১৭ জেলার পরীক্ষা বাতিল করে মন্ত্রণালয়।

প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগে গত ২ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বাদে দেশের সব জেলা থেকে শিক্ষক নিয়োগ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।