ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা ন্যাশনাল মেডিকেলে চালু হচ্ছে জবির চিকিৎসা সেবা

ইমরান আহমেদ, জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
ঢাকা ন্যাশনাল মেডিকেলে চালু হচ্ছে জবির চিকিৎসা সেবা

জবি: ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা সেবা। একজন বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবেন।



এই সেবা চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক চিকিৎসা সেবা পাবেন। প্রয়োজনে বিশেষ শাখার চিকিৎসাও দেওয়া হবে।

সোমবার জবি পরিবারের জন্য এ সুখবরটি বাংলানিউজকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

তিনি বলেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ পরিচালনা পরিষদের একজন সদস্য হিসেবে এক মিটিংয়ে এই প্রস্তাব উপস্থাপন করি। পরিচালনা পরিষদের অন্য সদস্যরা নীতিগতভাবে এ প্রস্তাবে সেসময় সমর্থন দেন।

উপাচার্য বলেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগগিরই একটি চুক্তি হতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একটি কক্ষ বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্ধ থাকবে। এতে সরাসরি চিকিৎসা সেবা পাবেন জবি শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা।

তাছাড়া প্রয়োজনে বিশেষ শাখার চিকিৎসা যেমন- নাক-কান-গলা, দন্ত, হৃদ, গাইনিসহ সব শাখায় চিকিৎসা দেওয়া হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে দেওয়া হবে।

তিনি আরও বলেন, জবির একমাত্র মেডিকেল সেন্টারের অবস্থা নাজুক। ওষুধ নেই বললেই চলে। বার বার বিজ্ঞপ্তি দিয়েও বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায়নি। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার মান আরও উন্নত হবে।
 
শিগগিরই বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর থেকে একটি চুক্তিপত্র হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে এবং অল্প সময়ের মধ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময় ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।