ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি শিক্ষক সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
জবি শিক্ষক সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।

নির্বাচন উপলক্ষে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুল আলম খানকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।



নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলিম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু জাফর ও সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক সাবিনা শারমিন।

মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার শেষ দিন ২২ জানুয়ারি এবং যাচাই-বাছাই ও প্রত্যাহারের দিন ২৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে বলে বাংলানিউজকে জানান প্রধান নির্বাচন কমিশনার ড. কামরুল আলম খান।

এ দিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীলদল ও জামায়াত-বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদলের শিক্ষকদের মধ্যে বেশ সক্রিয়তা লক্ষ্য করা গেছে।

নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম বাংলানিউজকে জানান, ইতিমধ্যে নীল দলের প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাস এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা।

এদিকে সাদাদলের প্যানেল থেকে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে সাদাদল সূত্রে জানা যায়।

এখনও প্যানেল চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সাদাদলের সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।