ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবি কর্মচারীর মৃত্যুতে উপাচার্যের শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
বেরোবি কর্মচারীর মৃত্যুতে উপাচার্যের শোক

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর ফারুক হোসেনের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।



সোমবার নাটোর জেলায় তার নিজ বাড়িতে ফারুক হোসেনের মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. ময়নুল আজাদ ও ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলীসহ কর্মকর্তা ও কর্মচারীরাও ফারুক হোসেনের মৃত্যু গভীর শোক প্রকাশ করেন।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পিও ও কম্পিউটার অপারেটর মো. জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ফারুক হোসেন অফিসে অসুস্থতার কথা বলে মেসে চলে যান। শনিবার তিনি নাটোর জেলার নিজ বাড়িতে গেলে সেখানে সোমবার তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।