ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবির ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন বিন্যাস চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
শেকৃবির ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন বিন্যাস চূড়ান্ত

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৩টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেওয়া হবে।



সাধারণ জ্ঞান, ইংরেজি ও উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়গুলোর উপর এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য মাইনাস করা হবে ০.২৫ নম্বর।

গত ২৯ নভেম্বর ও ১৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষার তারিখ থাকলেও অবরোধ ও হরতালে কারণে স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেডিং পদ্ধতিতে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ৮ গুণ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ১২ গুণ নম্বর লিখিত পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে যোগ করে মোট ২০০ নম্বরের উপর মেধা তালিকা প্রস্তুত করা হবে।

পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২৬ জানুয়ারি এবং মূল মেধা তালিকা থেকে ভর্তি ২৮ ও ২৯ জানুয়ারি। ক্লাস শুরু হবে ৫ ফেব্রুয়ারি।

এবার তিনটি অনুষদে ৫০০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছেন ১৫ হাজার ৯৫০ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে ৩২ জন শিক্ষার্থী অংশ নেবেন।

তিনটি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং অ্যানিমাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ ৭৫। ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস
রোল নম্বর- ২০০০০১-২০০১০৬ এবং ১০০০০১-১০১৮৫৭ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

রোল নম্বর - ১০১৮৫৮-১০৪০৩৪ মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ।
রোল নম্বর - ১০৪০৩৫-১০৭৪৫৪ সরকারি বাংলা কলেজ।
রোল নম্বর- ১০৭৪৫৫-১০৯৮৪৪ মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট।
রোল নম্বর - ১০৯৮৪৫-১১৫৮৪৪ তেজগাঁও কলেজ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।