ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের শিল্পকর্মে সেজেছে সুরমা তীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

সিলেট: লন্ডনের টেমস আর সিলেটের সুরমা। দুই নদীর মিল হলো সিলেটে।

যুক্তরাজ্য ও বাংলাদেশের ১০টি স্কুলের শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে কীনব্রিজের ছায়ায়। সুরমা নদীর তীরে নিজ নিজ দেশের নদীর ওপর আঁকা সৃজনশীল ও চমৎকার সব শিল্পকর্ম মন কেড়েছে দর্শনার্থীদের।

‘দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন’ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘রিভার্স অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে শুক্রবার থেকে চলছে তিনদিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী।

রঙ-বেরঙের এসব শিল্পকর্মের আলোর ঝলকানিতে সুরমা তীর এখন দর্শনার্থীদের পদচারণায় মুখরিত।

প্রদর্শনী প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিলের পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রামের পরিচালক রবিন ডেভস বাংলানিউজকে বলেন, এ ধরণের আলোকচিত্র প্রদর্শনী বিশ্বব্যাপী সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে জোড়ালো ভূমিকা রাখবে। এ ধরণের আয়োজন ভবিষ্যতে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের বন্ধন সুদৃঢ় করতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রবিন।

প্রদর্শনীতে তরুণ-তরুণীরাই বেশি ভিড় করলেও অনেকেই আসছেন সপরিবারে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ফাবিহা নোশীন বলেন, কীন ব্রিজের মত ঐতিহাসিক স্থাপনার পাশে নদীমাতৃক সভ্যতা ও টেমস তীরের নিদর্শন সৌন্দের্যে নতুন মাত্রা দিয়েছে।

সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্র মাসুম আশরাফ বলেন, প্রতিবছর আরও বড় আয়োজনে এরকম প্রদর্শনীর ব্যবস্থা করা হলে বাংলাদশের শিক্ষার্থীরা উৎসাহিত হবে।

লন্ডন-সিলেট সম্পর্কে আলোকচিত্র নিয়ে আসায় মানুষ বেশ উপভোগ করবে বলে মনে করেন নগরীর পাঠানটুলার শিক্ষার্থী তামান্না তাসনিম।

প্রদর্শনীতে সিলেটের ৬টি ও যুক্তরাজ্যের ৪টি স্কুলের শতাধিক শিক্ষার্থী আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে।
এর আগে ঢাকার ধানমন্ডিতে এ ধরনের এক প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়:  ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।